আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তারাবতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

সংবাদচর্চা রিপোর্ট:

নানা আয়োজনের মধ্যে দিয়ে তারাবতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার ১৭ মার্চ সকালে তারাব পৌরসভার সামনে অবস্থিত জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগ সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী । পরে কোরআন খতম , আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক , তারাব পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, আনোয়ার হোসেন, আতিকুল ইসলাম, জাকারিয়া মোল্লা, আক্তার হোসেন, লায়লা পারভীন, মাহফুজা বেগমসহ পৌর কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ