আজ বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তারাবতে বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালিত

তারাবতে বঙ্গবন্ধুর জন্ম দিন

তারাবতে বঙ্গবন্ধুর জন্ম দিন

সংবাদচর্চা ডটকম: বাঙালির হাজার বছরের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

শনিবার তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজীর নেতৃত্বে কেক কাটার মধ্য দিয়ে জাতির জনকের জন্মবার্ষিকীর অনুষ্ঠানিকতা শুরু হয়।

জাতীয় শিশু দিবস উপলক্ষে মেয়র হাছিনা গাজীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী।

আলোচনা সভা শেষে একটি র‌্যালী বের করা হয় ।র‌্যালীটি বিভিন্ন গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালিটির নেতৃত্ব দেন হাছিনা গাজী।