আজ বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তারাব নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে

সংবাদচর্চা রিপোর্ট: আসন্ন তারাব পৌরসভার সাধারণ নির্বাচন -২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১২ জানুয়ারি) সকালে রূপগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম , পুলিশ সুপার জায়েদুল আলম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান, রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান।

সভায় বক্তারা বলেন, তারাব পৌরসভার সাধারণ নির্বাচন অবাদ সুষ্ঠু শতভাগ নিরপেক্ষ হবে। ভোট কেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। ইতোমধ্যে তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৫ দিনের জন্য দায়িত্ব পালন করছে। সবাই ভোট কেন্দ্রে এসে নিভিগ্নে ভোট দিয়ে বাসায় ফিরে যেতে পারবে । প্রশাসন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট কারচুপির সুযোগ নেই। জাল ভোট বন্ধ হয়েছে। ভোটারবৃন্দ সহজেই বোতাম চেপে ভোট দিতে পারবে। ইভিএম পদ্ধতি সম্পকে ইতোমধ্যে প্রশিক্ষণ এবং এর ব্যবহার সম্পকে ধারণা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত সংরক্ষিত এবং সাধারণ কাউন্সিলর পদে ইভিএম পদ্ধতিতে তারাব পৌরসভার ভোট গ্রহণ ১৬ জানুয়ারি। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৩ টি , মোট ভোট কক্ষ ২৮২টি। সাধারণ কাউন্সিলর পদে ৬ টি ওয়ার্ডে ভোট হবে। সংরক্ষিত কাউন্সিলর পদে ৩ টা আসনে ভোট হবে। মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাছিনা গাজী মৌখিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন। এছড়া তিনজন সাধারণ কাউন্সিলর মৌখিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন। তারা হলেন, ১ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম মনির, ৪ নং ওয়ার্ডে আক্তার হোসেন, ৬ নং ওয়ার্ডে মাহাবুবুর রহমান জাকারিয়া।