আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তারা জয়ী

সংবাদচর্চা রিপোর্ট:

আসন্ন তারাব পৌরসভার সাধারণ নির্বাচনে ৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় জিতে যাচ্ছে । মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী হাছিনা গাজী পুনরায় বিজয়ী হয়েছেন। সাধারণ কাউন্সিলর পদে তিনজন প্রার্থী মৌখিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন। তারা হলেন, ১ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম মনির, ৪ নং ওয়ার্ডে আক্তার হোসেন, ৬ নং ওয়ার্ডে মাহাবুবুর রহমান জাকারিয়া। ঘোঘিত তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন তারাব পৌর সভার মেয়র পদে এবং ১, ৪ ,৬নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে একাধিক প্রার্থী না থাকায় প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। ফলে ঐ সব একক প্রার্থী বিজয়ী বলে গন্য হচ্ছে।

প্রসঙ্গত , সংরক্ষিত এবং সাধারণ কাউন্সিলর পদে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ ১৬ জানুয়ারি।মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৩ টি , মোট ভোট কক্ষ ২৮২টি।

সর্বশেষ সংবাদ