আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তার নির্বাচন পিচ্ছিল

নিজস্ব প্রতিবেদক:

নাসিক নির্বাচনকে কেন্দ্র করে চমক দেখেছে রাজনীতিবিদরা। এখন নারায়ণগঞ্জের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইছে। ভেঙ্গে দেয়া হচ্ছে আওয়ামীলীগ ও বিএনপির কমিটি । নতুন করে সাজানো হবে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও বিএনপির কমিটি। ইতোমধ্যে মহানগর ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। এর মধ্যেই হবে নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন। বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন এর গত ২৩ জানুয়ারি ৫ বছর পূরণ হয়েছে। এখন চলছে জেলা পরিষদ নির্বাচন নিয়ে নানা আলোচনা, বিশ্লেষণ। এবার একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে অন্যতম সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও বর্তমান জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিছুর রহমান দীপু। দলীয় সুত্রের খবর শামীম ওসমানের একাধিক অনুগত এবার জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী। তারা বর্তমান চেয়ারম্যানকে ছাড় দিতে নারাজ। অচিরেই হতে পারে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা।

গেল ১৮ ডিসেম্বর দেওভোগে এক মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন বলেন , আমাদের নির্বাচন সামনে আসছে। আইভীর নির্বাচনের পরে আমাদের (জেলা পরিষদ) নির্বাচন। জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচন করতে পারবো। আমার নির্বাচনও আগামি দিনে পিচ্ছিল হবে। ওই পিচ্ছিল জায়গা দিয়ে আমরা নির্বাচনী বৈতরণী পার হতে পারবো।