নিজস্ব প্রতিবেদক:
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর সাথে মূল লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এড. তৈমূর আলম খন্দকারের । তিনি হাতি প্রতীকে লড়ছেন। গেলবার কয়েকটি ওয়ার্ডে বিএনপির প্রার্থীরা কাউন্সিলর নির্বাচিত হয়। তারা আইভীকে ভোট দেয়। এবার সেই ওয়ার্ডগুলোতে নৌকা জিতবে তো–। অনুসন্ধানে জানা গেছে নাসিক ১২ নং ওয়ার্ড কাউন্সিলর বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যা মামলার আসামির ভাই শওকত হাশেম শকু। তিনি মহানগর বিএনপি নেতা। ওসমান পরিবারের সাথে তার গভীর সম্পর্ক । তাদের অনুগতরা শকুর পক্ষে। আর শকু নৌকার বিপক্ষে । ১৩ নং ওয়ার্ডে দীর্ঘদিন যাবত কাউন্সিলরের দায়িত্ব পালন করে আসছেন তৈমূর আলম খন্দকারের ভাই মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। করোনা রোগীর লাশ দাফন করে তিনি ওয়ার্ডবাসীর বেশ সুনাম অর্জন করেছেন। এ ওয়ার্ডে হাতির গর্জন লক্ষ্য করা যাচ্ছে, এবার তিন পদেই হাইভোল্টেজ নির্বাচন হবে । তবে কে জিতবে তা বলা যাচ্ছে না। সবার নজর এখন তাদের ওয়ার্ডে ।
আওয়ামী লীগের একাধিক সমর্থক জানান, বিএনপি অধ্যুষিত ওয়ার্ডগুলোতে দলীয় নেতাদের নজরদারী বাড়াতে হবে। তাছাড়া নগরবাসী আইভীর পক্ষেই রায় দেবে।