আজ শনিবার, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তাকে সাপোর্ট দিতে চেষ্টা করছি : আইভী

সংবাদচর্চা রিপোর্ট:

অদৃশ্য দানব করোনাভাইরাস নারায়ণগঞ্জে মহামারী রূপ নিয়েছে। প্রতিবাদ বাড়ছে করোনা রোগী এবং মৃত্যুর সংখ্যা। করোনা আক্রান্ত মাকে সন্তানরা বনে ফেলে যাচ্ছে, স্ত্রী তার স্বামীকে রেখে চলে যাচ্ছে, ভাই-ভাই এর লাশটা পর্যন্ত দাফন করতে চাচ্ছে না, বাবা-মা শেষ সময় তার সন্তানকে দেখতে পারছে না, এমনকি কারো স্বাভাবিক মৃত্যু হলেও কেউ দাফনে যখন এগিয়ে আসছে না। ঠিক তখন নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জীবনের ঝুঁকি করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তির দাফন করছে। ধর্মের উর্ধ্বে থেকে তিনি দাফন করছেন। হিন্দু মৃত ব্যক্তির মুখেও আগুন দিচ্ছেন । যা দেখে বিদেশেও তার প্রশংসা হচ্ছে। করোনায় মৃত ব্যক্তিদের দাফনের কাজে তাকে সহযোগিতা করছে সিটি মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের কর্মকান্ড প্রশংসা করে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘খোরশেদ খুব ভালো কাজ করছে। আমি তার তারিফ করি। আমি আশা করি ভবিষ্যতেও সে এ ধরনের কাজ করবে। আমরা সিটি করপোরেশন থেকে তাকে সহযোগিতা করছি। সে যখন যা চাচ্ছে, তাকে সাপোর্ট দিতে চেষ্টা করছি।

এদিকে নারায়ণগঞ্জে করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট ঢাকায় আটকে আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নারায়ণগঞ্জে ৬২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছে ৪২ জন। তার অধিকাংশ দাফন করেছে কাউন্সিলর খোরশেদ ও তার দল।