আজ মঙ্গলবার, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

তাঁর রূপে মজেছে তরুণমন

অশালীন ছবিতে সমাজ এবং দেশের ক্ষতি হয়। তবে সেই অশালীন ছবি ভারতীয় তারকাদের স্টাই হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাম্য পন্ডিয়ানের সাম্প্রতিক ফটোশুট সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। রাম্যর লাগাতার সুন্দর সব ছবিতে মেতেছে নেট দুনিয়া, কেড়ে নিয়েছে নেটিজেনদের মন।

আন দেবাথাই’ ছবিতে রাম্য অভিনয় করেন অভিনেতা সামুথিরাকানির বিপরীতে। এ ছবিতে সাহসী মায়ের ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দেন। এ ছবিতে তাঁকে আধুনিক পোশাকে দেখা যায়। অবশ্য সমালোচনাও কম হয়নি তাঁর।

সম্প্রতি বর্ণিল ফুল-পাখি আঁকা শাড়ি আর সবুজ ব্লাউজ পরে ফটোশুট করেছেন নায়িকা পন্ডিয়ান। সেই ছবিগুলো শেয়ার করেছেন টুইটার ও ইনস্টাগ্রামে। এর পরই আলোচনার কেন্দ্রে উঠে আসেন রাম্য। তাঁর রূপে মজেছে অসংখ্য তরুণমন।

রাম্য পন্ডিয়ান বিভিন্ন ডিজাইনের শাড়ি আর ব্লাউজ পরে ফটোশুট করেছেন। প্রতিটিতেই এ সুন্দরীকে আবেদনময়ী ও আত্মবিশ্বাসী লাগছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাম্য বলেছেন, অভিনয়ে সুযোগ পাওয়ার জন্য তিনি শাড়ি পরে পোজ দেননি। দীর্ঘদিন পর তাঁর মন চেয়েছে শাড়ি পরে নিজেকে কেমন লাগে দেখতে।

রাম্য পন্ডিয়ানের জন্ম তামিলনাড়ুর তিরুনেলভেলিতে। রাম্যর বিদ্যালয়জীবন কেটেছে পুষ্পলতা ম্যাট্রিক উচ্চ মাধ্যমিক স্কুলে। এরপর আন্না বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন।