আজ রবিবার, ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে গতিরোধক নির্মান

নিজস্ব সংবাদদাতা
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের উপর দু’টি গতিরোধক ও জেব্রা ক্রসিং নির্মান করা হয়েছে। রবিবার (১ মার্চ) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিনের নির্দেশে নতুন কোর্ট এলাকায় গতিরোধকের কাজ করা হয়।
জানা যায়, রোডস এন্ড হাইওয়ের উদ্যোগে জেলার নতুন কোর্ট, ডেমরা সুলতানা কামাল ব্রিজের ২জায়গায় জেব্রা কোসিং এর কাজ সম্পূর্ণ করা হয়েছে।

প্রত্যেক্ষদর্শীরা জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের উভয় পাশে জেলার গুরুত্বপূর্ণ কার্যলয়গুলো অবস্থিত। নতুন কোর্ট এলাকায় আদালত প্রাঙ্গন ও জেলা প্রশাসকের কার্যালয়। তার একটু সামনেই জেলা পরিষদ ভবন ও জেলা কারাগার, মৎস্য ভবন ও প্রাণী সম্পদ অফিস। বিশেষ করে যেসকল জায়গাগুলোতে মানুষের চলাচল বেশি থাকে ওইসকল স্থানে গতিরোধক ও জেব্র ক্রসিং অতীব গুরুত্বপূর্ণ। নতুন করে গতিরোধক তৈরি করাতে মানুষের সড়ক পারাপার হতে সুবিধা হবে।

অন্যদিকে গাড়ি চালকরা বলেন, গতিরোধকের উপর নকশা করে দেওয়াতে আমরা দূর থেকেও স্পষ্টভাবে বুঝতে পারবো যে সামনে আমাদের গাড়ির গতি কমাতে হবে। এতে করে দূর্ঘটনার আশংকাও অনেক কম।

এমআই/এসএমআর