আজ বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ড্রেজারে অফিস দখল

সংবাদচর্চা রিপোর্ট
আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড ড্রেজার পরিদপ্তর শ্রমিক ও কর্মচারী ইউনিটের (বাপাউবো) অফিস দখলের অভিযোগ উঠেছে। জানা যায়, সোমবার বিকেলে অফিস দখলের উদ্দেশ্যে সোলাইমান, সজল, কাউসার, আজাদ ও মনির সহ অজ্ঞাত আরও বেশ কয়েকজন মিলে সেখানে তালা ঝুলিয়ে দেয়। দখলকৃতরা সকলেই ড্রেজার অফিসে কর্মরত।
সূত্র জানায়, অফিস দখলে অভিযুক্ত সোলাইমানের পোষ্টিং হয়েছে কুষ্টিয়াতে। তারপরেও সে এই জায়গার বিভিন্ন কাজে হস্তক্ষেপ করে। সজল ঠিকাদারি কর্মচারী হওয়া সত্বেও মাসে ২২ হাজার টাকা ড্রাইভারের বেতন নেয়। অথচ তার কোন লাইসেন্স নেই। কাউছার, আজাদ ও কমল সেখানে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করছেন আর হেলপার হিসেবে আছেন মনির ও সাইদুল।
অভিযোগ উঠেছে, তারা সকলে মিলে মুক্তিযোদ্ধার সন্তানদের অফিস দখল করার উদ্দেশ্যে সেখানে তালা ঝুলিয়ে দিয়েছে এবং সংগঠনের সব কার্যক্রম বন্ধ রাখতে বলেছে।
তবে এসকল অভিযোগ অস্বীকার করে দৈনিক সংবাদচর্চাকে সোলাইমান বলেন, এটা সর্র্ম্পূণ মিথ্যা কথা। আমাদের পক্ষ থেকে কেউ সেখানে তালা লাগায় নি। যারা অভিযোগ করেছে তারাই সেখানে তালা লাগিয়েছে। অনেক আগে থেকেই তারাই ওই জায়গা দখল করে রেখেছে। আমি কিংবা আমাদের সাথের কেউ ওই অফিস দখল করে নি। একই বিষয়ে জানতে অভিযুক্ত আজাদের কাছে একাধিকবার ফোন করা হলেও সে রিসিভ করেনি।
অন্যদিকে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড ড্রেজার পরিদপ্তর শ্রমিক ও কর্মচারী ইউনিটের সদস্য সচিব মো. মোশাররফ হোসেন জানান, এই সংগঠনে দায়িত্বরত সকলেই মুক্তিযোদ্ধার সন্তান। আমাদের সাংগঠনিক সকল কার্যক্রম আমরা আমাদের অফিসে বসেই করে থাকি। মুজিব শতবর্ষ উপলক্ষে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছিলাম। কিন্তু অফিসে তালা লাগিয়ে দেয়ায় আমরা তা করতে পারি নি। কোন কারণ ছাড়াই তারা কেনো অফিসে তালা লাগিয়ে দিলো আমরা বুঝতে পারছি না।