আজ রবিবার, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ড্রিম হলিডে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আড়াইহাজারের প্রেমিক যুগল নিহত

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার প্রতিনিধি:- আড়াইহাজারের প্রেমিক যুগল নরসিংদীর ড্রিম হলিডে তে ফুর্তি করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নরসিংদীর পাঁচদোনা এলাকায় গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে। নিহত প্রেমিকা আড়াইহাজার উপজেলার সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ।

জানা গেছে, আড়াইহাজার উপজেলার নারান্দী গ্রামের বকুল মিয়ার স্কুল পড়–য়া কন্যা উম্মে হানি (১৪) তার প্রেমিক একই উপজেলার কল্যান্দী নয়াপাড়া গ্রামের আঃ মন্নানের ছেলে বিল্লাল হোসেন (২০) এর সঙ্গে বাড়ী থেকে না বলে নরসিংদীর পাঁচদোনায় অবস্থিত ড্রিম হলি ডে বিনোদন কেন্দ্রে যায়। সেখান থেকে আনন্দ ফুর্তি করে মোটর সাইকেল যোগে ফেরার পথে বিনোদন কেন্দ্রের সামনেই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে দুজ্্œই মারা যায়। দুজনের লাশ ই পুলিশ উদ্ধার করে নরসিংদী মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে উভয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।