আজ শুক্রবার, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভূমিমন্ত্রী ডিলুর ব্যক্তিগত কর্মকর্তা দুর্নীতি মামলায় গ্রেফতার

ডিলুর ব্যক্তিগত কর্মকর্তা

ডিলুর ব্যক্তিগত কর্মকর্তা

নবকুমার:

পাবনা ৪ আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী শামসুল রহমান শরিফ ডিলুর ব্যক্তিগত কর্মকর্তা  কুতুব উদ্দিন আহমেদ ওরফে ভূমি কুতুবকে গ্রেফতার করেছে  দুদক।

রবিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

দুদক কর্মকর্তা জানান, গুলশান এলাকায় ১০ কাঠা জমি অবৈধভাবে আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে আজ মামলা দায়ের করা হয়। দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল ইসলাম বাদী হয়ে গুলাশন মডেল থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার পরপরই তাকে গ্রেফতার করা  হয়েছে।

এছাড়াও কুতুব উদ্দিনের বিরুদ্ধে সরকারি খাস জমি দখল, বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন জমি নিজের নামে কাগজ করিয়ে নেয়াসহ কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তদন্ত চলছে।