আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিমে মিললো আল্লাহ এবং রাসুলের নাম

নিজস্ব প্রতিবেদক:

হাঁসের ডিমে লেখা মিললো আল্লাহ ও রাসুলের নাম। রবিবার সকালে পাবনার আটঘরিয়া পৌর এলাকার জালালের ঢালু নামক গ্রামের মোঃ জিল্লুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় করেন আল্লাহ লেখা ডিমটি দেখার জন্য।

জানা গেছে, মো: জয়নাল হোসেনের ছেলে জিল্লুর রহমান তার বাড়িতে ৭টি হাঁস পালন করে। এর মধ্যে বেশ কয়েকটি হাঁস ডিম দেয়। হঠাৎ করে রবিবার সকালে জিল্লুর রহমান হাঁসের ঘর থেকে ডিম সংগ্রহ করতে গেলে একটি হাঁসের ডিমে আরবিতে স্পষ্ট আল্লাহ রাসুলের নাম লেখা দেখতে পায়। এর পরই তিনি স্থানীয় মাদ্রাসায় একজন হুজুরকে দেখালে তিনি আল্লাহ রাসুলের নাম লেখা রয়েছে মর্মে বিষয়টি নিশ্চিত করেন।

এরপরই এলাকায় জানাজানি হলে উৎসুব জনতা ডিমটি দেখার জন্য তার বাড়িতে ভিড় জমাচ্ছে। বিয়য়টি নিয়ে এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্ঠি হয়েছে।