আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিএমপির যুগ্ম কমিশনার হলেন এসপি জায়েদুল

সংবাদচর্চা রিপোর্টঃ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমকে ঢাকা মেট্টোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষর করা এ প্রজ্ঞাপনে বুধবার (১৩ জুলাই) এ আদেশ দেওয়া হয়।
সুত্রের খবর, পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম (বার) (২২তম) ব্যাচ বিসিএস ক্যাডার হিসাবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান মোহাম্মদ জায়েদুল আলম। চাকরি জীবনে তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক , আইজি ব্যাজ , জাতিসংঘ পদক ও শেরে বাংলা এ কে ফজলুল হক (আবুল কাশেম ফজলুল হক) পদক পেয়েছেন। ২০১৯ সালের ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।

তার সহধর্মিনী জেসমিন কেকা বর্তমানে ঢাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এ কর্মরত রয়েছেন ।