সংবাদচর্চা অনলাইনঃ
গত কয়েক দিনের টানা বর্ষণে ডিএনডির অভ্যন্তরের নিন্মাঞ্চলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে স্থানীয় জনপ্রতিনিধিদের ত্বরিত সিদ্ধান্তে সেনাবাহিনীর তত্বাবধানে ১৯৪ কিউসেক ক্ষমতা সম্পন্ন দুটি পাম্প চালু করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল পুরাতন পাম্প হাউজের পাশে নতুন পাম্প হাউজে বিকল্প ব্যবস্থায় পাম্প দুটি চালু করা হয়। জানা যায়, এই বিকল্প ব্যবস্থার ফলে আগামী ৪৮ ঘন্টার মধ্যে জলাবদ্ধতা কমে আসবে বলে ধারনা করছে সংশ্লিষ্টরা।
জানা গেছে, ডিএনডির জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর তত্বাবধানে ২০১৮ সাল থেকে প্রকল্পের কাজ চলছে। ইতিমধ্যেই সেনাবাহিনীর ত্বরিত গতির কাজ দৃশ্যমান হওয়ার পরপরই কৃত্রিম জলাবদ্ধা থেকে ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করেছে ডিএনডিবাসী। গত দুই বছরে সেনাবাহিনী পুরো ডিএনডি এলাকার ৯৩ দশমিক ৯৯ কিলোমিটার খালের মধ্যে ৮৮ দশমিক ৯৫ কিলোমিটার উদ্ধার এবং ৬৩ দশমিক ৭৭ কিলোমিটার অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সক্ষম হয়েছে। নতুন করে আনা পাম্পগুলোর সঙ্গে যুক্ত হয়েছে অত্যাধুনিক ডিভাইস, যাতে পাম্পগুলো স্বয়ংক্রিয়ভাবেই পানি টানার কাজ করবে। এতে বাঁচবে বিশাল অঙ্কের বিদ্যুৎ খরচও।
এছাড়াও গত কয়েক দিনের টানা বর্ষনে ডিএনডির অভ্যন্তরে সৃষ্ট জলাবদ্ধতায় ডিএনডিবাসী ফের দুর্ভোগের শিকার হয়। পানিতে রাস্তা ঘাট তলিয়ে ও বসত বাড়িতে পানি প্রবেশ করায় দুর্ভোগের মাত্রা আরও বেড়ে যায়। যদিও শিমরাইল পুরাতন পাম্প হাউজে দুটি পাম্প চালু রয়েছে। এখানকার পাম্পগুলি পুরানো হওয়ায় পানি নিষ্কাশন ধীর গতিতে হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ লাগব হচ্ছে না।
এ বিষয়ে কর্মকর্তারা জানায়, চলতি জুন মাসে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও ব্যয় বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত ৭০০ কোটি টাকা অর্থ বরাদ্দ ও এক বছরের সময় চেয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে যা অনুমোদনের জন্য একনেকে রয়েছে। তাছাড়া বর্তমান অবস্থায় নতুন করে বৃষ্টি না হলে এ পাম্প চালুর ফলে আগামী ৪৮ ঘন্টার মধ্যেই পানি দ্রুত নেমে যাবে।
সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, ডিএনডি পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (দ্বিতীয় ফেজ) প্রকল্পের পরিচালক লে. কর্ণেল মুহাম্মদ মাশফিকুল আলম ভূইয়া প্রমুখ।