ভোলায় ডাকাতের ৩ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড
জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা থেকে: ভোলার মেঘনা নদীর মোহনায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ জলদস্যুকে আটক করেছে দক্ষিন জোনের কোস্টগার্ড।
আজ শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেঘনা নদীর পয়েন্ট থেকে তাদের আটক করা হয় ঐ সময় তাদের কাছে থাকা তিনটি রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে কোস্টগার্ড। আটককৃত জলদস্যুরা হলো, জুয়েল, ইমন ও রাকমত। তাদের বাড়ী বরিশাল মেহেন্দীগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নে।
দক্ষিন জোনের কোস্টগার্ড অফিসার লেফটেন্যান্ট কমান্ডার নুরুজ্জামান শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পাড়ি দস্যুরা মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, দুপুরে কোস্টগার্ডের একটি টিম মেঘনা নদীতে অভিযান চালিয়ে রাজাপুর পয়েন্ট থেকে ৩টি রামদা সহ তাদেরকে আটক করা হয়।