আজ শনিবার, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রিহান (২৪) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রবিবার (২৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু। এর আগে শনিবার দিবাগত রাতে বন্দর থানার ঘারমোড়া, মদনগঞ্জ এলাকা হতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃত রিহান নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার আলীনগর এলাকার মো. শরীফের ছেলে।
র‌্যাব জানায়, মো. রিহান সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। গত বছরের ২৯ জুলাই রিহানসহ এজাহারনামীয় অন্যান্য আসামীরা পরষ্পর যোগসাজশে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করার অপরাধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়।

গ্রেপ্তারকৃত রিহান এ মামলার অন্যতম একজন এজাহারনামীয় আসামী। মামলা হওয়ার পর থেকে সে গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল।