আজ বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ের ডাকাত সুজন রিমান্ডে

সোনারগাঁয়ে হত্যা মামলায় ডাকাত সুজনের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ।  সোমবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের আসামি সোনারগাঁ উপজেলার ইসলামপুর আদর্শগ্রাম এলাকার মৃত গোলজার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা নং ৩৬(২) ২০২০। ধারা ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬ (১) এর ১০ ( ক) এর এজাহার নামীয় আসামি। উক্ত আসামি মামলার ঘটনার পূর্বে তার সহযোগীদের সহ ঘটনাস্থলের আশপাশে ঘুরতে দেখা গেছে। সে অত্র মামলায়  গ্রেফতার আল আমিন, রাসেল, এবং পলাতক আসামি জুয়েল কবির হোসেনের সহযোগী বলে জানা গেছে।

তাছাড়া সুজন কোনো কাজ কর্ম করে নেই। মামলার এজাহারে রয়েছে সে ডাকাতি করে তার সংসার চালায়।