আজ মঙ্গলবার, ৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে আগুন লাগে।

অনলাইন ডেস্ক :   কক্সবাজারের টেকনাফে লেদায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে গতকাল বুধবার রাত সোয়া ১০টার দিকে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহেদ হোসেন ছিদ্দিক  জানান, বুধবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রোহিঙ্গা শরণার্থী শিবিরে আগুন লাগে। সেই আগুন দ্রুত বস্তির বাজারের চারদিকে ছড়িয়ে পড়ে।

ইউএনও আরো জানান, তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় লোকজন ও রোহিঙ্গারা মিলে বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে প্রায় ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে নগদ টাকা, মালামাল ও আসবাব পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

স্পন্সরেড আর্টিকেলঃ