আজ মঙ্গলবার, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টিম খোরশেদের প্লাজমা ডোনেশন

সংবাদচর্চা রিপোর্ট: শুক্রবার ( ২ এপ্রিল) টিম খোরশেদের ১০৬ ও ১০৭ তম প্লাজমা ডোনেশন। পুরান ঢাকা নিবাসী আফরোজা পারভীন (৪২) করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার প্লাজমা দরকার হওয়ায় তার পরিবারের আহবানে টিম খোরশেদ এর শুভাকাঙ্খী বীর মুক্তিযোদ্ধ কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি মরহুম শুক্কুর মাহমুদ এর একমাত্র পুত্র মঈন মাহমুদ শুক্রবার তাকে প্লাজমা ফ্রী ডোনেশন করেছেন।
প্লাজমা ডোনেশনের তত্বাবধানে ছিলেন টিম খোরশেদের প্লাজমা ডোনেশনের এর প্রধান সমন্বয়কারী আরাফাত খান নয়ন, সমন্বয়কারী রিজন অর্নব ও সমন্বয়কারী ইশতিয়াক মাহমুদ সাইফী।