আজ শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টিটু কাজল নিজাম সজল ইস্যুতে উত্তপ্ত ছাড় দেবে না পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক
মাদক জুয়া অপহরণসহ টিটু কাজল নিজাম সজল ইস্যুতে ফের শহর জুড়ে উত্তপ্ত হয়ে উঠেছে । মাদক সন্ত্রাসীরা নারায়ণগঞ্জ শহর কে অচল করে দেয়ার হুমকি দিয়েছে। সন্ত্রাসীদের সকল প্রকার অপকর্ম রূখে দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। সম্প্রতি নারায়ণগঞ্জের ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান জনসভায় বলেছিলেন মাদক ব্যবসায়ী যদি দলের নেতাকর্মীও হয় তাহলেও কারো ছাড় নেই। তিনি মাদক বিরোধী সভার অয়োজন করেও করে। মাদক নির্মূল করার জন্য। তাহলে নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদের এলাকা পাগলার বুড়িগঙ্গা নদীতে অবস্থিত ভাসমান রেস্তোরাঁ ‘মেরি এন্ডারসনে’ র্দীঘদিন যাবত মাদক ব্যবসা চলছে কিন্তু তিনি কোন ব্যবস্থা নেননি কেন? জানতে চায় নগরবাসী।

গতকাল রাতে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম বলেন, অপরাধী যত বড় ক্ষমতাশালীই হোক তাকে ছাড় দেয়া হবে না। অপরাধী সে জুয়া চালাক, মদের ব্যবসা চালাক, তেল চুরি করুক আর বালু চুরিই করুক আমরা কোন অপরাধীকে ছাড় দেবো না, সে যত বড়ই ক্ষমতাশালীই হোক। মেরি এন্ডারসনে অভিযান চালিয়ে আমরা ৬৮ জনকে গ্রেফতার করেছি, সদর থানায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেফতার করেছি। সেখানে একজন সাংবাদিক জড়িত সেটা আমরা তথ্য পেয়েছি, অনেকে সাক্ষীও দিয়েছে। আমরা তার বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

এছাড়া গত ২ এপ্রিল পুলিশ সংবাদ সম্মেলনে জানায় যে সকল মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানিয়েছে, রেস্তারাঁটির মালিক সঞ্জয় রায় জনৈক তানভীর আহম্মেদ টিটুর সহযোগিতায় দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ ক্লাবসহ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে এই জাহাজটির ভাসমান রোস্তোরাঁয় এনে বিক্রি করে আসছে। উঠতি বয়সের তরুণ ও যুবকদের ধ্বংসের দিকে ধাবিত করছে।

এ ঘটনা তাৎক্ষণিক ওইদিন বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির কার্য্যালয়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের জরুরি সভা করা হয়। চেম্বারের সভাপতি খালেদ হায়দার খান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবসায়ী নেতারা পুলিশের ব্যাপক সমালোচনা করেন। জেলার ভদ্র ও পরিচ্ছন্ন মানুষ হিসেবে বহুল পরিচিত ক্রীড়া সংগঠক টিটুকে মাদক ব্যবসায়ী বানোর ষড়যন্ত্র হচ্ছে বলে উল্লেখ করেন। অবিলম্বে তা প্রত্যাহার সহ ক্ষমা চাইতে হুঁশিয়ারি দেয়া হয়। তা না হলে চব্বিশ ঘন্টার মধ্যে নারায়ণগঞ্জের সমস্ত দোকান-পাট, বাজার, বাস-ট্রাক, ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেটসমূহ বন্ধ রেখে শহর অচল করে দেয়ার আল্টিমেটাম দেয় ।

এছাড়া বুধবার ৯ টি ব্যবসায়ী সংগঠনের পক্ষে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স প্রতিবাদ সভা করে জানানো হয় আগামী ৭ এপ্রিল জেলা প্রশাসকের কার্যলয়ে স্মারক লিপি প্রদান করা হবে তানভীর আহম্মেদ টিটু ও নাজমুল আলম সজলের বিষয়ে। এসময় খালেদ হায়দার কান কাজল বলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাজট্রির তিন তিন বারের পরিচালক তানভীর আহমেদ টিটু এবং বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের তিন তিন বারের সভাপতি নির্বাচিত কাউন্সলির নাজমুল আলম সজলের নামে ষড়যন্ত্র চলেছে। আমরা এই ষড়যন্ত্র থেকে মুক্তি চাই । এই ষড়যন্ত্র প্রশাসন অব্যশই হস্তক্ষেপ চায় । আমরা নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন চালাবো। যেহেতু দোকানপ্টা ,বাস ট্রাক মালিকেরা আমাদের সাথে যুত্ত হয়েছে সেহেতু আন্দোলনে গেলে এসব বন্ধ হবেই । তবে এর আগে আমরা আমাদের আল্টিমেটাম লিখিত আকারে জানাবো।না মানলে চুড়ান্ত আন্দোলন করব ।

তবে গত কয়েক দিন আগে আলোচিত ঘটনা হয় চাষাড়া ইউনিয়ন শান্তি রক্ষা কমিটির অন্যতম নেতা ছিলেন গোলাম রব্বানী। যার সন্তান রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল এই মন্তব্য করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাদির।

অন্যদিকে নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কে মহড়া দিয়ে প্রদক্ষিণ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ। ৩ এপ্রিল বুধবার বিকেলে তিনি শহরের দুইটি প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়ক ও নবাব সিরাজউদ্দৌলা সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের বেশ কয়েকজন উর্ধবতন কর্মকর্তা সহ সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের বিপুল সংখ্যক সদস্য ছিলেন।

মহড়া শেষে চাষাড়ার চত্ত্বরে এসে জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ গণমাধ্যম কর্মীদের বলেন,‘এটা আমার নিয়মিত ডিউটি। জাতীয় নির্বাচন ও উপজেলা নির্বাচনের জন্য আমরা শহরের প্রধান সড়কের ফুটপাত নজর দিতে পারিনি। তাই নিয়মিত কাজের অংশ হিসেব শহরের বঙ্গবন্ধু সড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে সড়কে কোন প্রকার ফুটপাতের মাধ্যমে সড়ক দখল করতে কেই যাতে করে না পারে সে জন্য সড়ক পরির্দশন করা হয়েছে। প্রায়শই আমি এ ধরনের ডিউটি পালন করি। এটা নতুন কিছু না।’ এছাড়া শহরের চাষাড়ায় পুলিশের সাজোঁয়া যান, জল কামানসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

অপরদিকে অনলাইন নিউজ পোর্টাল উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সাংসদ শামীম ওসমানের প্রশংসায় ভাসিয়ে প্রশাসন ও সরকারের বিরুদ্ধে কথা বলায় বিতর্কিত হয়ে সমালোচনার শীর্ষে আসেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রভাবশালী সাংসদের সবচেয়ে কাছের লোক শাহ নিজাম। তার নামে ফতুল্লা মডেল থানায় একটি একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের নিজে ওই জিডি করেন। যার নং- ১৫৭৯। জিডিতে উল্লেখ করা হয়, গত ২৬ই মার্চ ফতুল্লার একটি অনলাইন পোর্টাল উদ্বোধনকালে শাহ নিজাম সরকার ও প্রশাসনকে নিয়ে বিতর্কিত বক্তব্যে রেখেছেন। তিনি বলেন, শামীম ওসমান থাকলে প্রশাসনের প্রয়োজন হয় না।

এছাড়া পুলিশ সূত্রে জানা যায়, শহরের বাস স্ট্যান্ড এলাকায় জোয়ার আসরে অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করা হয়। এছাড়া এই জোয়ার আসর পরিচালনার জন্য একজন বিশিষ্ট সাংবাদিকের বিষয় চলে আসে। তিনি এই দীর্ঘদিন যাবত এই জোয়ার আসর পরিচালনা করেছে।

অন্যদিকে শহরের চাঞ্চলকর সাদমান সাকিব অপহরনের পিছনে ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হাসান সজলের বিষয়ে প্রকাশ্যে অভিযোগ করেন সাদমানের পিতা এপন

উল্লেখ্য.গত ১ মার্চ রাতে সদর উপজেলার ফতুল্লা থানার পাগলা এলাকায় বুড়িগঙ্গা নদীতে অবস্থিত ভাসমান রেস্তোরাঁ ‘মেরি এন্ডারসনে’ অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদ ও বীয়ার সহ ৬৮ জনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। রোস্তোরাঁটির বার থেকে জব্দ করা হয় মাদক বিক্রির নগদ ৪৮ হাজার টাকাসহ ১ হাজার ৯শ’ ২০ ক্যান বিয়ার এবং ৭৫ বোতল বিদেশী মদ। রাত সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ফতুল্লা থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

এর আগে গত এক বছর আগে শহরের ফুটপাতে হকার বসতে বাধা দেয়া নিয়ে ব্যাপক হকার, পুলিশ, মেয়র আইভী সমর্থক ও সাংসদ শামীম ওসমান সমর্থকদের মধ্যে চতুর্মূখী উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয় এবং জনবিস্ফোরণ ঘটে। চলতি সময়ে টিটুর বিষয়টি নিয়ে আবারো এমন ধরণের কোন বিস্ফোরণ হবে কিনা সে ব্যাপারে নগরীতে আতংক বিরাজ করছে। তবে সন্ত্রাসীদের আতঙ্ক রুখে দিতে প্রস্তুত রয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পুলিশ সুপারের কার্যক্রমের প্রশংসা করছে নগর বাসী।