আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টাইগার বাহিনীর পরাজয়ে দর্শকরা হতাশ

টাইগার বাহিনীর

টাইগার বাহিনীর পরাজয়ে দর্শকরা হতাশটাইগার বাহিনীর

অনলাইন ডেস্ক:

টাইগার বাহিনী টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর করেও জিততে না পারায় হারের , জ্বালাটা কেউ মেনে নিতে পারছে না। যদিও আন্তর্জাতিক টি-টোয়েন্টির রেকর্ড বলছে, এর আগে প্রথমে ব্যাট করে ১৯৩ কিংবা এর বেশি করে হেরেছে মাত্র ৬টি দল।

আজ আনলাকি সেভেন হিসেবে সেই দলে যোগ দিল বাংলাদেশ। কিন্তু তা-ই বলে এমন হার! ১৯৪ রানের লক্ষ্য ছুঁতে শ্রীলঙ্কাকে ১৭ ওভারই শেষ করতে হলো না। জিতল ২০ বল হাতে রেখে!

টি-টোয়েন্টিতে প্রতিপক্ষকে কমপক্ষে ১৯৪ রানের লক্ষ্য দিয়ে ২০ বল আগেই হার মেনে নেওয়ার সাক্ষী আর কোনো দলকে হতে হয়নি। আজ যেটা হলো বাংলাদেশের বেলায়। লক্ষ্যটাকে ১৯০-এর ঘরে নিয়ে বিবেচনা করলেও এই রান তাড়া করে জেতার নজিরই আছে মাত্র ১৬টি। এর মধ্যে ১২টি ম্যাচের নিষ্পত্তি হয়েছে শেষ ওভারে।

বড় লক্ষ্য দিয়েও বলের হিসাবে বড় হারের মাত্র দুটি নজির ছিল এত দিন। এর একটি বাংলাদেশ দেখেছে আয়োজন ভেন্যু হিসেবে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের দেওয়া ১৯০ রানের লক্ষ্য হল্যান্ড পেরিয়ে গিয়েছিল মাত্র ১৩.৫ ওভারে। ৩৭ বল হাতে রেখে। আরেকটি ঘটনাও আরেক টি-টোয়েন্টি বিশ্বকাপে। ২০০৭ সালে ছোট ক্রিকেটের প্রথম বড় আসরে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২০৬ রানের লক্ষ্য দক্ষিণ আফ্রিকা পেরিয়েছে ১৭.৪ ওভারে।