জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর হাইস্কুল মাঠে ১৬ ডিসেম্বর শনিবার বাদ আসর ফুরফুরা শরীফের উলীল আমর মুজাদ্দেদে পীর হযরত আবু বকর সিদ্দিকীর (র) এর স্মরণে এবং মহান বিজয় দিবস ও শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ৫ম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ডাক্তার লোকমান হোসেনের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন ভারতের ফুরফুরা শরীফের মোজাদ্দেদে জামানার আওলাদ বহুধর্ম ও ভাষাবিদ প্রখ্যাত ওয়েযিন আল¬ামা মাওলানা মেহরাব উদ্দিন সিদ্দিকী। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করবেন ঢাকা থেকে আগত মুফতি মাওলানা শাহ্ আলম, গোপালগঞ্জ থেকে আগত মুফতি মাওলানা আবু বকর সিদ্দিক। জিকির পরিচালনা করবেন কেসি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম। এছাড়াও ছিলছিলায়ে ফুরফুরা শরীফের দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ তাসরিফ আনবেন। উক্ত মাহফিলে সকলকে উপস্থিত হয়ে দো-জাহানের অশেষ নেকি হাসিল করার জন্য আহ্বান জানিয়েছেন মাহফিল বাস্তবায়ন কমিটি।