আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে সিও সংস্থার আয়োজনে বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে র‌্যালী ও মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহে সিও সংস্থার আয়োজনে বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে র‌্যালী বের হয়। বে-সরকারী সেচ্ছাসেবী মানব কল্যাণ-সিও সংস্থার অফিস থেকে সকালে র‌্যালীটি বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ রাস্তা হয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে শ্রদ্ধা জানান ও পুস্পমাল্য অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন ও মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে শ্রদ্ধা জানান সিও এনজিও”র সহকারী নির্বাহী পরিচালক তোফাজেল হোসেন, ডাউরেক্টর এডমিন মাফিদুন নেছা শিলা খাতুন,জোনাল ম্যানেজার আতিয়ার রহমান,হিসাবরক্ষক বদরুল আমিন, জোনাল হিসাবরক্ষক নাসিমুল ইসলাম, ম্যানেজার সদর-১ মহাসিন আলী, হিসাবরক্ষক ময়না খাতুন ,আইটি অফিসার সোহেল পারভেজ, নাসিমুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহানাজ পারভীন, ছায়েনা খাতুন,মহিদুল ইসলাম,আনোয়ার হোসেন প্রমূখ।