আজ বুধবার, ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়ার বিউটি সার্কাসের ট্রিজার মুক্তি পেল

বিনোদনচর্চা প্রতিবেদকঃ

নানাভাবে আলোচিত-সমালোচিত ঢালিউড অভিনেত্রী জয় আহসান।ভিন্নতা থাকছেই নতুন চলচ্চিত্রগুলোতে,  প্রথমবারের মতো সার্কাস কর্মীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। সরকারি অনুদানে নির্মিত ছবিটির নাম ‘বিউটি সার্কাস’।নওগাঁ ও মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হয়েছে। ছবিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস, তৌকীর আহমেদ প্রমুখ।

জয়াকে ভিন্ন আঙ্গিকে দেখার জন্য  তার ভক্তরা দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছেন।সেই অপেক্ষার দিন শেষ হতে যাচ্ছে, ছবির শুটিং সম্পন্ন হয়েছে মুক্তি পেতে যাচ্ছে খুব শীগ্রই।

আরোও পড়ুন>>… বাঙালি মেয়ে জয়া ভারতের সেরা অভিনেত্রী

গতকাল বৃহস্পতিবার ‘বিউটি সার্কাস’-এর অফিশিয়াল ফেসবুক পেজ ও প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে।

এক মিনিট ১৫ সেকেন্ডের টিজারে জয়াকে হাস্যোজ্জ্বল দেখা যায়। সার্কাসের প্যাডেলে জয়া ছিলেন জমকালো।সার্কাস দলকে কেন্দ্র করে একজন নারী টিকে থাকার সংগ্রামের গল্পে কেন্দ্রীয় ভুমিকায় দেখা যাবে জয়াকে। ছবিটিতে পুরুষের  ভূমিকার ইতিবাচক ও নেতিবাচক দুভাবেই উপস্থাপন করা হয়েছে ছবিটিতে।

টিজারের লিংক অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করে জয়া আহসান লিখেছেন, ‘শিগগির সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে বিউটি সার্কাস।’