আজ বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জোড়া খুনের আসামীদের নিয়ন্ত্রনে মন্ডলপাড়া অবৈধ অটো স্ট্যান্ড !

সংবাদচর্চা রিপোর্ট:
মন্ডল পাড়া সিএনজি স্ট্যান্ডটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইজারাকৃত । এই বৈধ স্ট্যান্ডের পাশে আরেকটি অবৈধ ইজি বাইক (অটো) স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে র্দীঘদিন ধরে। স্থানীয় প্রভাবশালী, বিভিন্ন মামলার আসামী ও বিএপির নেতাকর্মীরা নিয়ন্ত্রন করছে এই স্ট্যান্ড। নাসিকের জানিয়েছে, এই ইজি-বাইক স্ট্যান্ড অবৈধ।
স্থানীয় সূত্রে জানা যায়, এখান থেকে জিমখানা থেকে কাশিপুর দেওয়ান বাড়ী, খিলমার্কেট, হাটখোলা, ফকিরবাড়ী ও মুন্সিগঞ্জের কাটপট্টি, দিঘিরচর, মুক্তারপুর পর্যন্ত চলাচল করে অনুমোদনহীন ইজিবাইক।
চালকদের সাথে কথা বলে জানা যায়, জিমখানা থেকে কাশিপুরের দেওয়াবাড়ী লাইন নিয়ন্ত্রন করে জোড়া খুনের আসামী বাবুরাইলের শহিদ । তবে ওই মামলার আরেক আসামী জুম্মন বাহিনী দিয়ে কন্টোল করে সে। এছাড়া আকরাম ও মিন্টু তাদের সহযোগী বলে জানা গেছে। জিমখানা টু দেওয়ানবাড়ী লাইনে প্রতিদিন একজন অটো চালককে ১৩০ টাকা চাঁদা দিতে বাধ্য করা হয়।

জিমখানা থেকে খিলমার্কেট নিয়ন্ত্রন করে বাবুরাইলে রানা (জোড়া খুনের আসামী), সহযোগী হান্নান, ছোট দোলন। প্রতেক ইজিবাইক থেকে প্রতিদিন ১৫০ টাকা করে চাঁদা উত্তোলন করে তারা। এছাড়া জিমখানা থেকে দিঘির পাড় ইজিবাইক নিয়ন্ত্রন করে জিমখানার কাইল্লা খোরশেল, শাকিল, শাহ আলম। এ লাইনে চাঁদার হার প্রতিদিন ১১০ টাকা। জানা যায়, ফতুল্লার কাশীপুরের জোড়া খুনের মামলার ২২ আসামীর মধ্যে বাবুইলের শেষমাথা এলাকার খোকা মিয়ার ছেলে শহিদ রয়েছে। ওইসময়ে জুম্মন আহম্মেদকে (৩০) গ্রেফতার করেছিল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ১ নং বাবুরাইল মোবারক শাহ রোডের আব্দুল মজিদের পুত্র জুম্মন আহম্মেদ।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ পরির্দশক সাজ্জাদ রোমান দৈনিক সংবাদচর্চাকে জানায়, এদের বিষয়ে পুলিশের জানা ছিল না তবে যদি অবৈধ ভাবে স্ট্যান্ড নিয়ন্ত্রন করা হয় তাহলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
নারায়ণগগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্তকর্তা আলমগীর হোসেন হিরণ জানায়, ইজিবাইক (অটো) স্ট্যান্ডটি অবৈধ।
প্রসঙ্গত , ২০১৭ সালের ১২ অক্টোবর রাতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে কাশীপুরের হোসাইনি নগর এলাকাতে একটি রিকশার গ্যারেজে সশস্ত্র হামলাকারীরা কুপিয়ে তুহিন হাওলাদার মিল্টন (৪০) ও পারভেজ আহমেদ (৩৫) কে হত্যা করে। নিহত পরিবারের পক্ষে মামলা না হওয়ায় ১৪ অক্টোবর ফতুল্লা মডেল থানার এস আই মোজাহারুল ইসলাম বাদী হয়ে ২২ জনকে প্রধান আসামী ও ১২৫ জন অজ্ঞতানামা আসামী করে মামলা দায়ের করেন। মামলায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উপদেষ্টা ও বিলুপ্ত শহর কমিটির সাবেক সহ সভাপতি এম এ মজিদ ও তার ভাই বিলুপ্ত শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদের নাম উল্লেখ্য করা হয়। জানা গেছে, অবৈধ ইজিবাইক স্ট্যান্ডের চাঁদাবাজরা তাদের অনুগত।

সর্বশেষ সংবাদ