আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা পুলিশের সভায় হাছিনা গাজী

সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২৮ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে সভা হয়। সভায় যোগদান করেন রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী। হাছিনা গাজী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৌছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় পুলিশ কর্মকর্তারা।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো: জায়েদুল আলমের সভাপতিত্বে সভায় জেলা পরিষদ ,উপজেলা পরিষদ ,পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলার আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা হয়। প্রসঙ্গত নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের স্ত্রী মেয়র হাছিনা গাজী।