মাজহারুল,সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগকে নিয়ে এক মঞ্চে সভা করলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার। ওই সভায় কায়সারের পক্ষে ভোট চেয়ে বলেন, নারায়ণগঞ্জের মাটি আওয়ামীলীগের ঘাটি আগামীতে নারায়ণগঞ্জের ৫টি আসন আওয়ামীলীগের প্রার্থী থাকবে। সোনারগাঁয়ে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে আবদুল্লাহ আল কায়সারই গ্রহনযোগ্য। এখানে মহাজোটের আওয়ামীলীগ ছাড়া অন্য প্রার্থী দেওয়া হলে পিরোজপুর থেকে কাচঁপুর মহাসড়ক অবরোধ করা হবে।
গতকার রোববার জাতীয় চার নেতার জেল হত্যা দিবস উপলক্ষে ও জাতিসংঘ বঙ্গবন্ধুর ভাষন ওয়ার্ল্ডস ডকুমেন্টারী হিসেবে স্বীকৃতি দেওয়ায় মোগরাপাড়া চৌরাস্তায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে সোনারগাঁ উপজেলা যুবলীগ আয়োজিত জনসভায় বক্তরা এসব কথা বলেন।
সভায় উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক আব্দুল হাই ভুইয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, আরিফ হোসেন, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন, সাধারন সম্পাদক প্রকৌশলী আহাম্মেদ আলী তানভীর, কাচঁপুর শিল্পাঞ্চল শ্রমিকলীগের সভাপতি মান্নান মেম্বার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সোহাগ রনি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম রবিন, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম শামীম, কাচঁপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, সাধারন সম্পাদক শহীদুজ্জামান শহীন, সজিব ওয়াজেদ জয় পরিষদ সোনারগাঁ শাখার আহবায়ক আল আমিন কবির প্রমূখ।