নিজস্ব প্রতিবেদক:
নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই নারী সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাজধানীর আরামবাগ থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ময়মনসিংহের হামিদ উদ্দিন রোডের রুবাইয়া বিনতে নুর উদ্দিন ওরফে হুরের রাণী ওরফে লাবিবা (২০) ও একই জেলার ফুলবাড়িয়া থানার শ্রীপুরের নাঈমা আক্তার ওরফে হিমালয়ের কন্যা (২৫)।
বৃহস্পতিবার (১৭ মে) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের র্যাব-১১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক আশিক বিল্লাহ।
র্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক আশিক বিল্লাহ জানান, বুধবার (১৬ মে) রাত ১০টায় রাজধানীর আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে জেএমবির দুই নারী সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জঙ্গিবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।