আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে জীবনানন্দ মেলার উদ্বোধন

জীবনানন্দ মেলার উদ্বোধন

বরিশালে জীবনানন্দ মেলার উদ্বোধন
জীবনানন্দ মেলার উদ্বোধন

বরিশাল প্রতিনিধি : রূপসী বাংলার অমর কবি জীবনানন্দ দাসের ১১৮তম জন্মদিন উপলক্ষে বরিশাল বিএম কলেজ প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলা।

উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সকাল সাড়ে দশটায় মেলার উদ্বোধণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাহান আরা বেগম।
মেলার উদ্যাপন পর্ষদের আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএম কলেজ উপাধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার পাল, নাট্যজন সৈয়দ দুলাল, বিএম কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান।
তিনদিনের মেলায় প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত জীবনানন্দ দাসকে নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।জীবনানন্দ মেলার উদ্বোধন

বইসহ নানা ধরণের পসরা নিয়ে এবারের মেলায় ৩৪টি স্টলের পাশাপাশি জীবনানন্দ কর্নার, ভাষা কর্নার ও অশ্বিনী কুমার কর্নার নামের তিনটি কর্নার করা হয়েছে। এসব কর্নারগুলো থেকে মেলার দর্শনার্থীদের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ের উপস্থাপন করা হবে।

প্রতিপক্ষকে ঘায়েল করতে ¯্রীকে জবাই করে হত্যার চেষ্টা