আজ বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জীবন বাঁচাতে এগিয়ে এলেন পাপ্পা গাজী

নবকুমার:

করোনাভাইরাসের সংক্রমণে সংকটাপন্ন রোগীদের জীবন বাঁচাতে “প্লাজমা যোদ্ধা” নামে বাংলাদেশে  প্রথম প্লাজমা ব্যাংক প্রতিষ্ঠা করেছেন গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা।  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের  মেয়র আতিকুল ইসলাম ও ব্রডকাস্ট জার্নালিষ্ট এসোসিয়েশনের সাথে যৌথ উদ্যোগে তিনি এই প্লাজমা ব্যাংক প্রতিষ্ঠা করেন। গত সপ্তাহ থেকে চালু হওয়া প্লাজমা ব্যাংক থেকে শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত চরম ঝুঁকিতে থাকা ৪৫ জন করোনা রোগীকে বিভিন্ন ব্লাড গ্রুপের প্লাজমা সরবরাহ করা হয়েছে। মহামারীর এই দুঃসময়ে মানবতার সেবায় ফ্রন্ট লাইনার করোনা যোদ্ধা গাজী গোলাম মর্তুজা পাপ্পার প্রশংসা করেছেন প্লাজমা গ্রহীতারা।

এদিকে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নিজস্ব অর্থায়নে ও গাজী গোলাম মর্তুজা পাপ্পার উদ্যোগে  করোনাভাইরাস পরীক্ষার জন্য গাজী কোভিড-১৯ রিয়েল টাইম পিসিআর টেস্ট ল্যাব উদ্বোধন করা হয়েছে। গত ২৯ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা: জাহিদ মালেক এবং নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক যৌথভাবে রূপগঞ্জের কাঞ্চন বেস্টওয়ে সিটিতে গাজী কোভিড-১৯ রিয়েল টাইম পিসিআর টেস্ট ল্যাব উদ্বোধন করেন। করোনার হটজোন নারায়ণগঞ্জের প্রথম ল্যাব এটি ।  ল্যাবটিতে নারায়ণগঞ্জ ,ঢাকা, গাজীপুর ,কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ জেলার মানুষের বিনামূল্যে করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে । দেশের প্রথম বেসরকারী ল্যাব এটি । ল্যাবটি স্থাপনের ফলে রূপগঞ্জসহ নারায়ণগঞ্জবাসীর নমুনা দেওয়ার দুর্ভোগ দূর হয়েছে। গাজী গোলাম মর্তুজা পাপ্পা তার স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে বাড়ি থেকে নমুনা সংগ্রহের ব্যবস্থা করেছেন।  এছাড়া গণমাধ্যমকর্মী ও তাদের পরিবারের সদস্যদের জন্য আলাদাভাবে করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা করেছে গাজী গ্রুপ।