আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ডাঃ জাহাঙ্গীর সাত্তার টিংকু’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

জাহাঙ্গীর সাত্তার টিংকু

চট্টগ্রামে ডাঃ জাহাঙ্গীর সাত্তার টিংকু’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিতজাহাঙ্গীর সাত্তার টিংকু

চট্টগ্রাম ব্যূরো অফিস:
৯০’র স্বৈরাচার এরশাদ বিরোধী ছাত্র গণআন্দোলনের সফল নায়ক, জাতীয় বীর, তৎকালীন জাতীয় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ আওয়ামীগের সাবেক কেন্দ্রীয় নেতা ডাঃ জাহাঙ্গীর সাত্তার টিংকু’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

ডাঃ জাহাঙ্গীর সাত্তার টিংকু স্মৃতি পরিষদ এর উদ্যোগে গত ০৯ ফেব্র“য়ারী শুক্রবার বাদ জুমা মরহুমের আত্মার শান্তি কামনা করে তাঁর গ্রামের বাড়ী রাউজান, কদলপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে ডাঃ জাহাঙ্গীর সাত্তার টিংকু স্মৃতি পরিষদ এর নেতৃত্বে মরহুমের কবর জিয়ারত ও কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- ডাঃ জাহাঙ্গীর সাত্তার টিংকু স্মৃতি পরিষদ এর সভাপতি, সরকারী মহসিন কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত ভিপি, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা জনাব জামশেদুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম ৩১নং আলকরণ ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগ নেতা জনাব তারেক সোলায়মান সেলিম, পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জনাব জালাল উদ্দিন ইকবাল, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা কাজী জসিম, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ডাঃ জাহাঙ্গীর সাত্তার টিংকু স্মৃতি পরিষদ এর সাধারণ সম্পাদক সাইদুর রহমান চৌধুরী, সাবেক ছাত্র নেতা মোঃ গিয়াস উদ্দিন হিরু, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কর্যকরী কমিটির সদস্য সাইফুল্লাহ আনসারী এবং মরহুমের পারিবারিক সদস্যগণ।

এছাড়াও ডাঃ জাহাঙ্গীর সাত্তার টিংকু’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ, চট্টগ্রাম মহানগর যুবলীগ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ, চট্টগ্রাম সরকারী সিটি কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ভিন্ন ভিন্ন ভাবে মরহুমের কবর জিয়ারত ও কবরে পুষ্পমাল্য অর্পণ করে মরহুমের স্মৃতির প্রতি গভীর ভাবে শ্রদ্ধা নিবেদন করেন।