নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ : সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উত্তরপাড়া এলাকাবাসীর উদ্যোগে ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে কোরআন তোলোয়াত, গজল, প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উওরপাড়াস্থ নোয়াবআলী মাদবর বাড়ীর সবুজের বাড়ী প্রঙ্গনে এ পুরস্কার বিতরন করা হয়।
গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালকুড়ি খিলপাড়া বাইতুল আমান জামে মসজিদের সভাপতি মোঃ আল-মামুন আজাদ।
এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ মনির হোসেন, আবু আহামেদ ও শামীম ফকির প্রমুখ।
অনুষ্ঠানটির আয়োজন করেন সবুজ, সিফাত, সোহেল, তপু, ওমর, ফারুক, পায়েল, গালিব, শাহীন, শুভ, সজিব, কাউসার, সৈকত, শামীম, পাপ্পু, রিমন, রাজু, মজিব, ইব্রাহিম, ফারুক, ইয়াসিন, শরিফুল ইসলাম, জুয়েল, দীপক, মুসা ও সাজিন।