আজ মঙ্গলবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে জামায়াত নেতাকে আটক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

সিদ্ধিরগঞ্জে জামায়াতের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃত ওই জামায়াতের নেতার নাম মোঃ সাহাবউদ্দিন। সাহাব উদ্দিনের পিতার নাম মৃত গোলাম মোস্তফা। বুধবার বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকার প্রভাবশালী ব্যক্তির সহযোগীরা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এদিকে সাহাবউদ্দিনের স্ত্রী মমতাজ বেগম সাংবাদিকদের জানায়, আমার স্বামী (সাহাব উদ্দিন) একসময় জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। কিন্তু গত কয়েক বছর তিনি কোন রাজনীতি করেন না। নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুকের সাথে জমি নিয়ে আমাদের বিরোধ রয়েছে। আমাদের বর্তমান বসত বাড়ির নিয়েই কাউন্সিলর ফারুকের সাথে বিরোধ রয়েছে। আমাদের ওই জায়গার উপর বর্তমানে আদালতের ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা জারি আছে। তারপরও কাউন্সিলর আমাদের ওই জায়গা জোরকরে দখল করার পায়তারা করছে। এদিকে আমাদের জায়গা দখল করতে না পেরে উদ্দেশ্য প্রনোদিতভাবে আমার স্বামিকে তার লোকজন দিয়ে আটক করিয়ে পুলিশে সোপর্দ করেছে। তিনি একটি জানাযায় গিয়েছিলেন সেখান থেকেই তাকে আটক করে নাসিকর ১নং ওয়ার্ড কাউন্সিলরের লোকজন।

এ বিষয়ে নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানায়, সাহাব উদ্দিনের সাথে জমি নিয়ে আমার কোন বিরোধ নেই। তাদের ওই জায়গা নিয়ে অন্য লোকের সাথে বিরোধ আছে । আমি কাউন্সিলর হিসেবে বিষয়টি মিমাংসা করার জন্য উভয় পক্ষকে ডেকে ছিলাম।

কিন্তু সাহাবউদ্দিনরা আমার সাথে যোগাযোগ করে নি। আর আমার লোকজন সাহাবউদ্দিনকে ধরিয়ে দিয়েছে কথাটা সত্য নয়। এলাকাবাসী তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আজিজুল হক জানান, গ্রেফতারকৃত সাহাবউদ্দিন জামায়াত ইসলামীর একজন সক্রিয় নেতা। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।