রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি লিখে না দেওয়ায় সতীনের সন্তানেরা তার সৎ মাকে বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় বাড়ীঘরে হামলা ও ভাংচুর করা হয়। রোববার দুপুরে উপজেলার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতিত আয়েশা আক্তার নার্গিস জানান , ঝিনাইদহ জেলার পুরাহাটি এলাকার মৃত ফজল করিম মিয়ার মেয়ে আয়েশা আক্তার তার স্বামী সামসুল হককে নিয়ে উপজেলার বরপা এলাকায় ভাড়ায় বসবাস করে আসছে। বিগত ২০০৯ সালে তার স্বামী মারা যায়। এরপর ২০১৩ সালে স্থানীয় হাফেজ খানের (৬৬) সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর হাফেজ খান তার নামে ৬ শতক জমি লিখে দেন।
এ জমি নিজেদের দখলে নিতে হাফেজ খানের ছেলে মোসলেমিন ও আলামিন পাঁয়তারা চালিয়ে আসছে। রোববার দুপুরে জমি দখলে নিতে মোসলেমিন ও তার লোকজন আয়েশা আক্তারের বাড়িতে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।