নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে জখম
পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে জিয়াউর রহমান মামুন (৩৫) নামে একব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে। এ ঘটনায় জখম প্রাপ্ত মামুনকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মামুন উপজেলা হোগলাবুনিয়া গ্রামের মৃত বজলুর রহমান গাজীর ছেলে।
শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কথা হয় মামুনের মামা আবুল বাশারের সাথে তিনি জানান, বিগত ১৫/২০ বছর ধরে মামুন স্বপরিবারে রংপুর শহরে বসবাস করে। এ সুযোগে তাদের জমিজমা তার আপন চাচা মঈন উদ্দিন গাজী জোর পূর্বক ভোগদখল করে। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বছর মানুষ লোকজন দিয়ে তার কিছু জমিতে ধান রোপন করে। ওই ধান পাকায় তা কাটতে ২/৩ দিনে আগে সে এলাকায় আসে। শুক্রবার সকালে মানুন দুজন শ্রমিক নিয়ে তার জমির ধান কাটতে শুরু করলে চাচা মঈন উদ্দিন, চাচাতো ভাই কামরুজ্জামান ও চাচী জীবননেচ্ছা ওই জমিতে গিয়ে মামুনকে কুপিয়ে তার মাথায় গুরুতর জখম করে।
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে কথা বলার চেষ্টা করা হয় কিন্তু ঘটনার পর থেকে তারা গা ঢাকা দেয়ায় তাদের পাওয়া যায়নি।নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় এখন কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে সংবাদ পেয়ে তাৎক্ষনিক সেখানে পুলিশ পাঠানো হয়েছে।