আজ রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জনগণ ডিজিটাল সেবার সুফল ভোগ করছে: মন্ত্রী গাজী

নবকুমার:

নানা আয়োজনে রূপগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বৃহষ্পতিবার (১২ ডিসেম্বর) রূপগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়ে এক নবদিগন্তের উন্মোচন করেছেন। এই ডিজিটাল রুপান্তরের মূল কারিগর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মাত্র দশ বছরে ডিজিটাল সেবার সুফল ভোগ করছে সারা দেশের জনগণ।

তিনি বলেন, মেধাভিত্তিক জ্ঞান নির্ভর সমাজ গঠনে অবদান রাখছে ডিজিটালাইজেশন। তথ্য প্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদই উন্নত বাংলাদেশের মূল চালিকা শক্তি হবে।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম সহ অনেকে।

প্রসঙ্গত , ২০০৮ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত তিন বছর ধরে এই দিনে পালিত হচ্ছে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’।