নবকুমার:
তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী বলেছেন, জঙ্গিবাদ নির্মূলে খেলাধুলার কোন বিকল্প নেই। সারা বিশ্বে জঙ্গিরা মাথা চারা দিয়ে উঠছে । শান্তির দেশ নিউজিল্যান্ডে অশান্তির বার্তা দিয়ে সন্ত্রাসীরা । তিনি বলেন, আমাদের দেশে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে কোন জঙ্গি সন্ত্রাসীর স্থান হবে না।
শনিবার রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হাছিনা গাজী এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে। আর সেই লক্ষে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছে।
শিক্ষকদের উদ্দেশে হাছিনা গাজী বলেন,শিশুদের কে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মাদক সন্ত্রাস থেকে দূরে রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, মারুফ-শারমীন স্মৃতি সংস্থার সভাপতি লায়ন আলহাজ্ব মোহাম্মদ মোজাম্মেল হক ভুঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা, রূপসী নিউমডেল স্কুল এন্ড কলেজের ম্যানিজিং কমিটির সদস্য হাজী মফিদুল ইসলাম, রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুর রহমান, রূপসী নিউমডেল কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন সিকদার, গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র সাহাসহ অনেকে।