নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি দমনের মতো মাদক ব্যবসায়ীদের দমন শুরু করেছেন। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে তারাবো পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি দমনের মতো মাদক ব্যবসায়ীদের দমন শুরু করেছেন। এ সময়, মাদক ব্যবসায়ীদের কোন দল নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের অব্যাহত উন্নয়ন এবং মাদক ও জঙ্গীবাদমুক্ত দেশ চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেন, মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাড়াতে হবে।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীলীগের সভাপতি আব্দুল হাই ভুঁইয়া ও সাধারন সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল তাদের বক্তব্যে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকমীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
তারাবো পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীলীগের দপ্তর সম্পাদক এমএ রাসেল, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মানজারী আলম টুটুল, তারাবো পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারন সম্পাদক মোহাম্মদ নাঈম ভুঁইয়া, তারাবো পৌর যুবলীগ নেতা আজাবুরসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামীলী মহিলালীগ, যুবমহিলালীগ ও জাতীয় শ্রমিকলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।