নিজস্ব সংবাদদাতা
শোভন গ্রুপের বেআইনি ভাবে ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টায় পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বৃষ্টিতে ভিজে কর্মসূচি পালন করেন কারখানার শ্রমিকরা।
এসময় শোভন সিল্ক এন্ড নিটিং মিলস শ্রমিক সংগ্রাম কমিটির আহবায়ক শ্রমিক মোশাররফের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ জেলার গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাবতলি পুলিশ লাইন আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক হাসনাত কবির, সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সভাপতি আমানুল্লাহ, সহসভাপতি আনোয়ার খান, গাবতলি পুলিশ লাইন আঞ্চলিক শাখা সহসাধারণ সম্পাদক খোরশেদ আলম, কারখানার শ্রমিক আমির, জলিল, সাগর, আল মামুন, সুমন প্রমুখ।
এর আগেও এই কারখানার শ্রমিকেরা গত ৮ জুনে মালিক কর্তৃপক্ষ বরাবর দাবি নামা প্রেরণ করা হয়েছে। ০৯ জুন বিকেএমইএ বরাবর স্মারক লিপি পেশ করেছেন, ১৩ জুন পুলিশ সুপার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -০৪ বরাবর, ১৪ জুন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর নারায়ণগঞ্জ জেলা শাখা কার্যালয়ের বরাবর স্মারক লিপি পেশ করেছেন।