আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না’গঞ্জে বিরল প্রজাতির চিতা বাঘসহ দুই চোরাকারবারি আটক

চিতা বাঘসহ আটক

চিতা বাঘসহ আটক

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জে বিরল প্রজাতির দুটি চিতা বাঘসহ আন্তর্জাতিক চোরাকারবারি চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লা ভূইঘর রঘুনাথপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১৪ জুন) বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লা রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে বিরল প্রজাতির দুটি চিতা বাঘসহ আন্তর্জাতিক চোরাকারবারি চক্রের দুই সদস্যকে আটক করে র‌্যাব-১১। আটককৃতরা হলো ফতুল্লার রঘুনাথপুর এলাকার তকদির মিয়ার ছেলে সওকত ইমরান মিঠু (৪০) এবং ফতুল্লার মাহমুদপুর এলাকার খলিল উদ্দিনের ছেলে মো: আরিফুল ইসলাম (৩৫)। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জস্থ র‌্যাব-১১ সদর দপ্তরের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশিক বিল্লাহ উপস্থিত সাংবদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ফতুল্লার রঘুনাথপুর এলাকায় বিরল প্রজাতির কিছু প্রাণী রয়েছে। সেই ভিত্তিতে আমরা আজ বিকেলে অভিযান পরিচালনা করি। এবং বিরল প্রজাতির দুটি চিতা বাঘ উদ্ধার করি। এসময় আমরা মিঠু ও আরিফ নামে দুজনকে আটক করি। আটকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পশু চোরাকারবারি চক্রের সাথে জড়িত থাকার ¯ি^কার করেছে। এই বাঘগুলোর অস্তিত্ব আমাদের দেশে নেই। তারা আফ্রিকার কোন একটি দেশ থেকে এই বাঘ দুটিকে এনেছে বলে জিজ্ঞাসাবাদে তারা জানায়। জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, এর আগেও দুটি বিরল প্রজাতির সাদা সিংহ আফ্রিকা থেকে এনে ফতুল্লার রঘুনাথ পুরে রেখে ছিল। এবং সপ্তাহখানেক পরে আবার সেটিকে অন্য একটি দেশে পাচার করে দেয়। মুলত বাংলাদেশকে তারা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যাবহার করে আসছে। আর নারায়ণগঞ্জ রাজধানী লাগোয়া বিধায় খুব অল্প সময়ের জন্য তারা এই স্থানটিকে ব্যাবহার করে। বিরল প্রজাতির এই বাঘ দুটির আনুমানিক মূল্য হতে পারে এক কোটি টাকা। আমরা চিতাবাঘ দুটিকে উদ্ধার করেছি। পরবর্তীতে আমরা পশুস্পদ অধিদপ্তরে যোগাযোগ করে বন্য প্রাণী সংরক্ষন আইনে তাদের বিরুদ্ধে মামলা করবো। এবং এই চক্রটিকে ধরতে আমরা অধিতর তদন্ত করবো।

সর্বশেষ সংবাদ