মু.বিল্লাল আহম্মেদ
প্রতিদিন চাষাঢ়া হয়েই নারায়ণগঞ্জ-ঢাকা রুটে ১৬ জোড়া ট্রেন চলাচল করে। শিক্ষার্থী বিভিন্ন পেশার শত শত মানুষ ট্রেনে চলাচল করে। ব্যস্ততম এ রেলপথের চাষাঢ়া রেল স্টেশনের কাছে দীর্ঘ দিন ধরে রেল লাইন ফাঁটা অবস্থায় রয়েছে। এ নিয়ে শংকিত এ পথের যাত্রিরা। সংশ্লিষ্ট কর্মকর্তার মতে, লাইনের ফাঁটা অংশটি ৩ ইঞ্চির বেশি হলেই ঘটবে দূর্ঘটনা।
সরেজিমনের দেখা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে স্বল্প খরচে প্রতিদিন হাজারো যাত্রি যাতায়াত করে। এসব যাত্রিদের নিয়ে রেল লাইনের ফাটা অংশ দিয়ে প্রতিদিন ট্রেন চলাচল করছে। চোখের সামনে এমন ফাটা থাকলেও তা নিয়ে মাথা ব্যথা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। স্থানীয়রা জানান, স্টেশনে আসা যাত্রীরা অনেকেই দেখে লাইনের ফাটা জায়গা। লাইন ফাটা দেখে পথচারিদের মধ্যে আতংক ছড়িয়ে পরে। তবে স্টেশনের স্টাফরা যাত্রী ও পথচারীদের বলে কোন সমস্যা নেই। যাত্রীরা জানান, ট্রানে প্রতিদিন অসংখ্য লোক যাতাযাত করে। রেল লাইনের সমস্যা নিয়ে অবহেলা করা হলে যখন-তখন ঘটতে পারে দূর্ঘটনা। লাইনের ফাঁটা স্থানটি নিয়ে দ্রুত মেরামত করা প্রয়োজন রেল কর্তৃপক্ষের।
চাষাঢ়া স্টেশন মাষ্টার নাসরিন বলেন, ফাঁটা স্থানটি দেখে গেছে রেলওয়ের ঢাকার কর্মকর্তারা। এখানে ফাঁটা হলেও আপাতত কোন সমস্যা নেই বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা। তবে মেরামতের জন্য ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন মাষ্টার গোলাম মোস্তাফা জানান, চাষাঢ়ায় রেল লাইন ফাঁটার বিষয়ে তিনি জানেন না। তামলার ব্যবহার করে ট্রেন করোসিং করা হয়। লাইনের ফাঁটা অংশটি যদি ৩ ইঞ্চির কম হয় তাহলে কোন সমস্যা নেই ট্রেন চলাচল করতে পারে। তিনি বলেন, ফাঁটা স্থানটি রেলওয়ের প্রকৌশলী বিভাগ মেরামত করে দিবে। এ বিষয়ে কর্তৃপক্ষকে পূণরায় জানানো হবে বলে জানান তিনি।