আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চাষাঢ়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন এনায়েত নগর পশ্চিম মাসদাইর শোভন গ্রুপের বেআইনি ভাবে ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
শোভন গ্রুপের কারখানার দুইশো’র অধিক শ্রমিককে ছাঁটাই করার বিক্ষোভ মিছিলে সমাবেশ বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহ সভাপতি আমানুল্লাহ আমান, সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, কারখানার শ্রমিক মোশাররফ ও জলিল সহ আরও অনেকে।
এমআই/এসএমআর