সংবাদচর্চা রিপোর্ট: বন্দরে দশ লাখ টাকা চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিস বাবু। এছাড়াও ফতুল্লা থানায় দায়ের করা অপর একটি চাদাঁবাজির মামলায় ২ দিনের জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।
রোববার (৫ মে) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট কামরুন্নাহারের আদালতে জামিনের আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। এছাড়া একই সময়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট কাওসার আলমের আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে আদালত তার বিরুদ্ধে আনিত অভিযোগের ভিওিত্বে ২ দিনের জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়।
প্রসঙ্গত গত ১৮ এপ্রিল বন্দর থানাধীন ফরাজিকান্দা এলাকার ডিস ব্যবসায়ী হাসানের কাছ থেকে দশ লাখ টাকার চাদাঁ দাবী করে ডিস বাবু। পরে দশ লাখ টাকার অভিযোগ এনে হাসান তার বিরুদ্ধে বন্দর থানায় একটি চাদাঁবাজি মামলা দায়ের করে। এর পরই গত ২১ এপ্রিল মাসদাইর এলাকার সফিকুল ইসলাম কুসুম ৬ লাখ ৬১ হাজার ৩০০ টাকা ও পশ্চিম দেওভোগ এলাকা মোক্তার হোসেন ৭ লাখ ৬০ হাজার টাকা চাদাঁর দাবীতে দুইটি পৃথক মামলা দায়ের করেন।
এছাড়াও গত ২৯ এপ্রিল জায়গা দখলের অভিযোগে ১৭ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা বারেক মিয়া বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে।