আজ সোমবার, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁদাবাজি মামলায় জয়নালকে কারাগারে প্রেরণ

সংবাদচর্চা রিপোর্ট:

চাঁদাবাজির মামলায় আল জয়নালকে কারাগারে প্রেরণ করেছে আদালত। বৃহষ্পতিবার মিলটন হোসেনের আদালত এ রায় দেন। জয়নালের শুনানী হবে  আগামী ২৮  এপ্রিল।

প্রসঙ্গত  বুধবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে নগরীর এসএম মালেহ রোডে জয়নালের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়৷

শহরের স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ফারুক বাদী হয়ে বুধবার সন্ধ্যায় সদর মডেল থানায় জয়নালের বিরুদ্ধে জমি সংক্রান্ত ঘটনায় ২২ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে একটি মামলা দায়ের করেন৷

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির মামলার অভিযোগে তাকে রাতে গ্রেফতার করা হয়েছে৷

এদিকে পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়ী ও জাপা নেতা আল জয়নালের বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদখল, পুলিশকে লক্ষ্য করে গুলি করাসহ থানায় একাধিক অভিযোগ এবং জিডি রয়েছে৷