আজ মঙ্গলবার, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁদ সিকদার ইস্যুতে ফতুল্লায় মামলা

প্রেস বিজ্ঞপ্তি

গত ১৫ নভেম্বর রাত অনুমান ৯ ঘটিকার সময় জৈনক চাঁদ সিকদার সেলিম (৩৫), পিতা-আব্দুল খালেক সিকদার, পাগলা বৌ বাজার, ফতুল্লা, নারায়ণগঞ্জ ফতুল্লা থানা সলগ্ন মসজিদে পৌছালে মিরু গং’দের ইন্দোনে ১। মীর সোহেল(৪৫), ২। শাহীন সহ অজ্ঞাতনামা ১০/১২ জন বাদীকে মারধর করে পরবর্তীতে ৯:১৫ টায় থানায় ঢোকার সময় মীর সোহেল তার লোকজন নিয়ে বাইরে অপেক্ষা করে এবং তার লোকজন বাদীকে বাইরে যেতে বলে। এই সক্রান্তে ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মামলা রজু করা হয়। যার নং-৪০, তারিখ-১৭/১১/১৯, ধারা-১৪৩,৩৪১,৩২৩,৫০৬(২) দঃ বিঃ।