নিজস্ব প্রতিবেদক:
গেল বছর ১১নভেম্বর কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চনপাড়াবাসী নৌকার পক্ষে রায় দেওয়ায় স্থানীয় সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) খুশি হয়ে তার নির্দেশে চনপাড়া বাজারের রমজানের দোকান হইতে মাছ বাজার হয়ে নদীর পার পর্যন্ত সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল এ কাজ উদ্বোধন করেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলী ও প্যানেল চেয়ারম্যান মোঃ বজলুর রহমান। এসময় কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শ্রী রবি রায়, বাজার উন্নয়ন কমিটির সভাপতি ওসমান গনি বাবুল, সাধারণ সম্পাদক খান মোঃআবুল, মাদক নির্মূল কমিটির আহবায়ক ও চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ জয়নাল আবেদীন, মহিলা লীগের সভাপতি নাজমা খান,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জসিম গাজী, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত, সাধারন সম্পাদক স্বর্নালী আক্তার, সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান দ্বীন ইসলাম ,চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ডাঃ মোঃআনোয়ার, সাবেক যুবলীগ নেতা মোঃ শরিফ, চনপাড়া মাদক নির্মূল কমিটির যুগ্ন আহবায়ক স্বপন বেপারি, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজা,৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন, চনপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শমসের আলি,মাদক নির্মূল কমিটির যুগ্ম আহবায়ক ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা, মাদক নির্মূল কমিটির সদস্য ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিল্লাত,মাদক নির্মূল কমিটির সদস্য, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক কমিটির মোঃ শাওন, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল ইসলাম রানা উপস্থিত ছিলেন।