সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক স্বাধীনতা পুরস্কার -২০২০ গ্রহণ করেছেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে দেশের সর্বোচ্চ সম্মানজনক স্বাধীনতা পুরস্কার দিয়েছে সরকার। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী প্রতীক স্বাধীনতা পুরস্কার পাওয়া চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে চনপাড়ায় মিষ্টি বিতরণ ,দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: বজলুর রহমানের নেতৃত্বে তিন মণ মিষ্টি বিতরণ করা হয়। এসময় চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল আলী শিকদার, সাংগঠনিক সম্পাদক আনিস মল্লিক,রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুব লীগের সহ-সম্পাদক এস এম শফিকুল ইসলাম জাহিদ, কাযকারি সদস্য এস এম ইব্রাহিম , চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন মহিলা লীগের সভাপতি নাজমা খান, যুবলীগ সভাপতি ডাঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক চানমিয়া, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জসিম গাজী, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক রাসেল ইসলাম রানা, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত, সাধারণ সম্পাদক স্বর্নালী আক্তার, সিনিয়র সহ সভাপতি মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন যুব মহিলা লীগ সভাপতি রূমা রহমান সহ চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: বজলুর রহমান বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে স্বাধীনতা পুরস্কার দিয়ে রূপগঞ্জবাসীকে ধন্য করেছে। চনপাড়াবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।