প্রেস বিজ্ঞপ্তি:
রূপগঞ্জ উপজেলার চনপাড়া বস্তিতে মাদক বিরোধী টাস্কফোসের অভিযান পরিচালনা করা হয়েছে । মঙ্গলবার (৩ ডিসেম্বর) অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মনোয়ারা স্বামী বুলু মিয়া, ময়না স্বামী ইসমাইল, জহিরুল ইসলাম পিতা আব্দুল জলিল, পিন্টু পিতা বীরেন্দ্রনাথ ,সীমা স্বামী মামুন ,রুনা স্বামী মামুন ,আদর পিতা ফিরোজ, আকাশ পিতা সাত্তার, মাসুম পিতা ফজলুর রহমান, মামুন পিতা ফজলুর রহমান ,হৃদয় পিতা খলিলুর রহমান ,লুৎফা স্বামী ফিরোজ, রিতু স্বামী ইমরান মিয়া। অভিযানে ৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম এবং ৪৫ হাজার ৭ শ ৩০ টাকা উদ্ধার করা হয়েছে ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক ( অপারেশনস ও গোয়েন্দা) ড.এ.এফ.এম মাসুম রব্বানীর তত্বাবধানে এবং ঢাকা বিভাগীয় অতিরিক্ত পরিচালক ফজলুর রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাওয়াত মেহজাবীন ,তরিকুল ইসলাম অভিযানে উপস্থিত ছিলেন। এ ছাড়া মাদকদ্রব্য অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট অরবিন্দ বিশ্বাস সহ র্যাব পুলিশ কোস্টগার্ড আনসার সহ প্রায় ৩০০ জন এই সদস্য অভিযানে অংশ নেয়।
বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সামসুল আলম । তিনি জানান, গ্রেফতারকৃত আসামিদের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে কারাগারে পাঠিয়েছে।
তিনি আরো জানান, আসামিরা দীর্ঘ দিন যাবত ইয়াবা, গাঁজা ,হেরোইন ,ফেনসিডিল বিক্রি করে আসছিলো।