বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার নিজস্ব অর্থায়নে রূপগঞ্জে প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার উপজেলার চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এরআগেও মন্ত্রী খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এ সময় চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান বজলু, মহিলা লীগ নেত্রী নাজমা বেগম, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুবকরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।